সাধারণ জ্ঞান : বাংলাদেশ ও বিশ্ব
•পৃথিবীর সব সাগরে যে পরিমাণ লবণ
আছে তা দিয়ে পৃথিবীকে ৫০০ ফুট পুরু
লবণের স্তুপ দিয়ে ঢেকে ফেলা যাবে।
•মানুষের শরীরের রক্ত শরীরের ভেতর
প্রতিদিন ১৬ লাখ ৮০ হাজার মাইল
সমান পথ অতিক্রম করে।
•একজন মানুষের আঙুলের ছাপ
আরেকজন মানুষের চেয়ে ভিন্নতর।
তেমনি ঠোঁটের ছাপ ও একজনের
চেয়ে আরেকজনেরটা থেকে সম্পূর্ণ
ভিন্ন।
•সূর্যমুখী ফুল সারাদিন সূর্যের
দিকে মুখ করে থাকে।
মানে সকালে এটি থাকে পুবমুখী, আর
সূর্যের সাথে সাথে তো ক্রমাগত
পশ্চিমমুখী হতে থাকে।
•বাঘেদের গায়ে যে ডোরাকাটা দাগ আছে,
সেটা শুধু ওদের রঙিন লোমের কারণেই
নয়; ওদের গায়ের চামড়াও
ডোরাকাটা রঙের!
•π পাইয়ের মানের প্রথম অংশ ৩.১৪,
তাই না? তাই পাই দিবসও মার্চের ১৪
তারিখ (৩ নম্বর মাসের ১৪ তারিখ)।
•প্রতি চার মিনিটে মায়েরা একবার তার
সন্তানের কথা ভাবেন। এই
হিসেবে প্রতিদিন গড়ে ২১০ বার
সন্তানের কথা চিন্তা করেন একজন মা।
► বিশ্বের দীর্ঘতম রেলপথ : ট্রান্স
সাইবেরিয়ান।
► পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকায়
জাতি : পিগমি।
► ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত
হয় : মিশর ও ইসরাইলেরমধ্যে (১৯৭৮
সালে)।
আছে তা দিয়ে পৃথিবীকে ৫০০ ফুট পুরু
লবণের স্তুপ দিয়ে ঢেকে ফেলা যাবে।
•মানুষের শরীরের রক্ত শরীরের ভেতর
প্রতিদিন ১৬ লাখ ৮০ হাজার মাইল
সমান পথ অতিক্রম করে।
•একজন মানুষের আঙুলের ছাপ
আরেকজন মানুষের চেয়ে ভিন্নতর।
তেমনি ঠোঁটের ছাপ ও একজনের
চেয়ে আরেকজনেরটা থেকে সম্পূর্ণ
ভিন্ন।
•সূর্যমুখী ফুল সারাদিন সূর্যের
দিকে মুখ করে থাকে।
মানে সকালে এটি থাকে পুবমুখী, আর
সূর্যের সাথে সাথে তো ক্রমাগত
পশ্চিমমুখী হতে থাকে।
•বাঘেদের গায়ে যে ডোরাকাটা দাগ আছে,
সেটা শুধু ওদের রঙিন লোমের কারণেই
নয়; ওদের গায়ের চামড়াও
ডোরাকাটা রঙের!
•π পাইয়ের মানের প্রথম অংশ ৩.১৪,
তাই না? তাই পাই দিবসও মার্চের ১৪
তারিখ (৩ নম্বর মাসের ১৪ তারিখ)।
•প্রতি চার মিনিটে মায়েরা একবার তার
সন্তানের কথা ভাবেন। এই
হিসেবে প্রতিদিন গড়ে ২১০ বার
সন্তানের কথা চিন্তা করেন একজন মা।
► বিশ্বের দীর্ঘতম রেলপথ : ট্রান্স
সাইবেরিয়ান।
► পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকায়
জাতি : পিগমি।
► ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত
হয় : মিশর ও ইসরাইলেরমধ্যে (১৯৭৮
সালে)।
Comments
Post a Comment