Posts

Showing posts from 2014

সাধারণ জ্ঞান : বাংলাদেশ ও বিশ্ব

•পৃথিবীর সব সাগরে যে পরিমাণ লবণ  আছে তা দিয়ে পৃথিবীকে ৫০০ ফুট পুরু  লবণের স্তুপ দিয়ে ঢেকে ফেলা যাবে।  •মানুষের শরীরের রক্ত শরীরের ভেতর  প্রতিদিন ১৬ লাখ ৮০ হাজার মাইল  সমান পথ অতিক্রম করে।  •একজন মানুষের আঙুলের ছাপ  আরেকজন মানুষের চেয়ে ভিন্নতর।  তেমনি ঠোঁটের ছাপ ও একজনের  চেয়ে আরেকজনেরটা থেকে সম্পূর্ণ  ভিন্ন।  •সূর্যমুখী ফুল সারাদিন সূর্যের  দিকে মুখ করে থাকে।  মানে সকালে এটি থাকে পুবমুখী, আর  সূর্যের সাথে সাথে তো ক্রমাগত  পশ্চিমমুখী হতে থাকে।  •বাঘেদের গায়ে যে ডোরাকাটা দাগ আছে,  সেটা শুধু ওদের রঙিন লোমের কারণেই  নয়; ওদের গায়ের চামড়াও  ডোরাকাটা রঙের!  •π পাইয়ের মানের প্রথম অংশ ৩.১৪,  তাই না? তাই পাই দিবসও মার্চের ১৪  তারিখ (৩ নম্বর মাসের ১৪ তারিখ)।  •প্রতি চার মিনিটে মায়েরা একবার তার  সন্তানের কথা ভাবেন। এই  হিসেবে প্রতিদিন গড়ে ২১০ বার  সন্তানের কথা চিন্তা করেন একজন মা।  ► বিশ্বের দীর্ঘতম রেলপথ : ট্রান্স  সাইবেরিয়ান।  ► পৃথি...

রুবিক্স কিউব (ইংরেজি: Rubik's Cube) একটি ঘনাকার যান্ত্রিক ধাঁধাঁ।

রুবিক্স কিউব (ইংরেজি: Rubik's  Cube) একটি ঘনাকার যান্ত্রিক  ধাঁধাঁ। ১৯৭৪ সালে হাঙ্গেরীয়  ভাস্কর ও স্থাপত্যের অধ্যাপক  এর্নো রুবিক এটি উদ্ভাবন করেন।  রুবিক নিজে এর নাম দিয়েছিলেন  ম্যাজিক কিউব (Magic Cube),  কিন্তু পরবর্তীতে ১৯৮০  সালে Ideal Toys নামের এক  খেলনা প্রস্তুতকারী কোম্পানী এর  নাম দেয় রুবিক্স কিউব অর্থাৎ  রুবিকের ঘনক।  রুবিক্স কিউব সাধারণত ৩x৩x৩  মাত্রাবিশিষ্ট ঘনকাকৃতির  হয়ে থাকে। ঘনকের প্রতিটি তল  আবার  ৯টি করে বর্গক্ষেত্রে বিভক্ত  থাকে। এই ছোট  বর্গক্ষেত্রগুলি ৬টি ভিন্ন রঙের  যেকোন একটি রঙে রাঙানো থাকে।  রুবিক্স কিউবের যান্ত্রিক কৌশল  এমন হয় যে, ঘনকের যেকোন  একটি তলের সবগুলো বর্গকে তাদের  আপেক্ষিক অবস্থান পরিবর্তন  না করেই একত্রে ঘোরানো সম্ভব।  এভাবে ঘুরিয়ে রুবিকস্  কিউবকে বিভিন্ন রকম  অবস্থা বা কনফিগারেশনে (configuration)  নিয়ে যাওয়া সম্ভব। রুবিকস্  কিউবের বিভিন্ন রকম সংষ্করণ  আছে, তার মধ্যে ২x২x২ মাত্রার  পকেট কি...

বিখ্যাতজনের আগের পেশা !

◙ আলবার্ট আইনস্টাইন ↔ ছিলেন সরকারি অফিসের কেরানি  ◙ উইলিয়াম ফকনার  (লেখক) ↔ ছিলেন রংমিস্ত্রী ◙ শ্যন কনারি (অভিনেতা) ↔ ছিলেন রাজমিস্ত্রী, ট্রাকচালক ◙ হিটলার (স্বৈরশাসক) ↔ ছিলেন চিত্রকর ◙ ডব্লিউ সি ফিল্ডস (কৌতুকাভিনেতা) ↔ ছিলেন বাজিকর ◙ মেরিলিন মনরো (অভিনেত্রী) ↔ ছিলেন কারখানা শ্রমিক ◙ বব হোপ (কৌতুকাভিনেতা) ↔ ছিলেন বক্সার ◙ হ্যারি ট্রুম্যান (মার্কিন প্রেসিডেন্ট) ↔ ছিলেন দোকানদার ◙ জেরাল্ড ফোর্ড (মার্কিন প্রেসিডেন্ট) ↔ ছিলেন মডেল ◙ হ্যারি ট্রুম্যান (মার্কিন প্রেসিডেন্ট) ↔ ছিলেন দোকানদার ◙ ও হেনরি (লেখক) ↔ ছিলেন রাখাল ◙ এলভিস প্রিসলি (গায়ক) ↔ ছিলেন ট্রাকচালক